Site icon Jamuna Television

জার্মানিতে বেস্ট সেলিং ‘কোকেন পিৎজা’ বিক্রির দায়ে রেস্তোরাঁ মালিক গ্রেফতার

পিৎজা খাওয়ার আসক্তি কতো ভয়াবহ হতে পারে, সেটির উদাহরণ খুঁজতে যেতে হবে জার্মানিতে। কারণ- দেশটি ডুসেলডর্ফ শহরে এক বিশেষ বেস্ট সেলিং পিৎজা বিক্রি হচ্ছে। তবে, এই পিৎজা সাধারণ মানুষের জন্য ক্ষতিকর। কেননা, এটি তৈরিতে দেয়া হয়েছে ভয়ঙ্কর মাদক ‘কোকেন’। মঙ্গলবার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, কোকেন দিয়ে তৈরি এই পিৎজা বিক্রির অভিযোগে রেস্তোরাঁ মালিকসহ মোট ১৬ জনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।

পুলিশ জানিয়েছে, রেস্তোরাঁর ‘পিৎজা নম্বর ৪০’ নামের মেনু আইটেমটিতে পিৎজার সঙ্গে কোকেন সরবরাহ করা হতো। এটি সবচেয়ে বেশি বিক্রি হওয়া পিৎজাগুলোর একটি ছিল।

রেস্তোরাঁ মালিক তার বাড়িতে পুলিশের উপস্থিতি টের পেয়ে ব্যাগ ভর্তি মাদক জানালা দিয়ে ছুঁড়ে ফেলেন। তবে ব্যাগটি পুলিশের হাতেই গিয়ে পড়ে। লুকিয়ে রাখা সেই ব্যাগে দেড় কেজি কোকেন, গাঁজা এবং নগদ ২ লাখ ৯০ হাজার ৩শ’ ৭৮ মার্কিন ডলার ছিলো।

/এআই

Exit mobile version