Site icon Jamuna Television

বাংলাদেশ সিরিজের জন্য আফগানিস্তানের দল ঘোষণা

নভেম্বরে অনুষ্ঠিতব্য বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। দলটিতে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ইমার্জিং এশিয়া কাপে দুর্দান্ত পারফর্ম করতে থাকা সেদিকউল্লাহ অটল। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানানো হয় এ তথ্য।

চোটের কারণে দলে নেই তারকা স্পিনার মুজিব-উর রহমান। একই কারণে দলে নেই ওপেনার ইব্রাহিম জাদরানও। দুজনেই বেশ কিছুটা সময় ধরে চোটের কারণে রয়েছেন খেলার বাইরে। বাংলাদেশ সিরিজ দিয়ে আবারও আফগানদের ওয়ানডে দলে ফিরছেন লেগস্পিনার নূর আহমদ।

শক্তিশালী এই স্কোয়াডে রয়েছেন রহমানউল্লাহ গুরবাজ, মোহাম্মদ নবি, ফজল হক ফারুকি ও রশিদ খানদের মতো তারকারা। সর্বশেষ সেপ্টেম্বরে এই শারজাহতেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে আফগানিস্তান। সেখানেই এবার তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। আগামী ৬, ৯ ও ১১ নভেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শান্তদের মুখোমুখি হবে আফগানিস্তান।

/এমএইচআর

Exit mobile version