Site icon Jamuna Television

সাবেক এমপি দবিরুলের রিমান্ড-জামিন নামঞ্জুর

ঠাকুরগাঁও করেসপনডেন্ট:

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের জামিন ও রিমান্ড নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আদালত। একইসাথে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেয়া হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে দবিরুল ইসলামকে আদালতে নেয়া হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব কুমার রায় এই আদেশ দেন।

মামলার বাদি হাবিবুল ইসলাম বাবলু জানান, রিমান্ডে নিলেই সব স্বীকার করতেন দবিরুল। যেহেতু রিমান্ড মঞজুর হয়নি। তাই ন্যায় বিচারের জন্য প্রয়োজনে উচ্চ আদালতে যাওয়া হবে।

এসময় আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদিন জানান, হত্যা মামলার আসামি হিসেবে ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি দবিরুল ইসলামকে আদালতে তোলা হয়। আজ রিমান্ডের শুনানি ছিল। রিমান্ড ও জামিন না মঞ্জুর করে আদালত তাকে কারাগারের প্রেরণের নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর ১০ কোটি টাকার চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগ এনে সাবেক এমপি দবিরুল ইসলামকে প্রধান আসামি করে ২৮ জনের বিরুদ্ধে ঠাকুরগাঁও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন স্থানীয় ব্যবসায়ী হাবিবুর রহমান।

/এমএইচ

Exit mobile version