Site icon Jamuna Television

‘টারজান’ খ্যাত অভিনেতা রন এলি মারা গেছেন

‘টারজান’ খ্যাত জনপ্রিয় অভিনেতা রন এলি মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৬ বছর। গতকাল বুধবার (২৩ অক্টোবর) তার মেয়ে ক্রিশ্চেন কাসালে এলি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে তথ্য জানান। খবর বিবিসি।

গত ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় লস আলামোসে নিজ বাড়িতে মারা যান রন এলি। তার মৃত্যুর প্রায় একমাস পর পরিবারের পক্ষ থেকে তা নিশ্চিত করা হলো।

বিশ শতকে বেশ কিছু জনপ্রিয় টিভি সিরিজ ও সিনেমায় অভিনয় করেছেন রন এলি। তবে টারজান চরিত্র তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছেন। এই সিরিজটির শ্যুটিং চলাকালীন তার শরীরের বেশ কয়েকটি হাড় ভেঙেছিল। তাছাড়া, একাধিকবার বুনো জন্তু-জানোয়ারের আক্রমণের শিকার হয়েছেন।

এরপর ১৯৬৬ সাল থেকে দুইবছর এনবিসি টেলিভিশনে টারজান সিরিজটি প্রচারিত হয়। পরে বিভিন্ন ভাষায় ডাবিং হয়ে বিশ্বের নানা দেশে সিরিজটি প্রচারিত হয়।

/আরএইচ

Exit mobile version