Site icon Jamuna Television

ছাত্র আন্দোলনে গুলি ছোড়া সেই অস্ত্রধারী যুবলীগ কর্মী গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম নগরের মুরাদপুরে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণ করা সেই যুবলীগ কর্মী ফিরোজকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-৭)।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ফেনী জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি চান্দগাঁও থানার মুরাদপুর এলাকার আব্দুল হামিদের ছেলে।

জানা গেছে, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে অস্ত্রধারী সন্ত্রাসী ফিরোজসহ আওয়ামী লীগ সমর্থিত ক্যাডাররা ছাত্রদের ওপর গুলিবর্ষণ ও লাঠিসোঁটা নিয়ে হামলা করে। ওই দিন ১৬ বছর বয়সী দোকান কর্মচারী সায়মান প্রকাশ মাহিন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বন্ধু মোহাম্মদ শরীফ বাদী হয়ে চান্দগাঁও থানায় ৪৪ জনকে আসামি করে একটি মামলা করে। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

/এমএইচ

Exit mobile version