Site icon Jamuna Television

ধর্ষণ মামলায় খালাস পেলেন মামুনুল হক

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা ধর্ষণ মামলায় খালাস পেয়েছেন হেফাজতে ইসলামের নেতা ও খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেসমিন আরা বেগম এই রায় দেন।

২০২১ সালের ৩ এপ্রিল সোনারগাঁ রয়েল রিসোর্টের ৫০১ নম্বর কক্ষে মামলার বাদী জান্নাত আরা ঝর্ণাসহ মামুনুল হককে অবরুদ্ধ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে হেফাজতে ইসলামের নেতাকর্মী ও সমর্থকরা গিয়ে রিসোর্টে ভাঙচুর চালিয়ে তাকে নিয়ে যান।

৩০ এপ্রিল সোনারগাঁ থানায় মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন তার সঙ্গে থাকা ঝর্ণা। কিন্তু মামুনুল হক দাবি করেন ঝর্ণা তার দ্বিতীয় স্ত্রী। এই মামলায় বাদীসহ ৪০ জন সাক্ষীর মধ্যে ২৬ জনের সাক্ষ্য নেয়া হয়।

/এনকে

Exit mobile version