Site icon Jamuna Television

ঘূর্ণিঝড় দানার তেমন প্রভাব পড়েনি সাতক্ষীরায়

সাতক্ষীরা করেসপনডেন্ট:

উপকূলীয় সাতক্ষীরায় ঘূর্ণিঝড় ডানার তেমন প্রভাব পড়েনি। শুক্রবার (২৫ অক্টোবর) সকাল থেকে কখনও সূর্যের দেখা মিলছে কখনও মেঘে ঢেকে যাচ্ছে আকাশ।

সরেজমিন দেখা যাচ্ছে, উপকূলীয় বাসিন্দাদের জীবনযাত্রা এখন স্বাভাবিক। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে হালকা মাঝারি বৃষ্টি শুরু হয় চলে দুপুর ২টা পর্যন্ত। সন্ধ্যার দিকে কিছু সময়ের জন্য মাঝারি বৃষ্টি হলেও রাতে বৃষ্টি হয়নি। তবে সামান্য দমকা হাওয়া ছিল।

সাতক্ষীরা আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা জুলফিকার আলী জানান, জেলায় ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বাতাসের তিব্রতা উল্লেখযোগ্য নয়। স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশী দমকা হাওয়া ছিল।

তবে আজ শুক্রবার হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল শনিবার থেকে আবহাওয়া পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে বলেও জানান তিনি।

/এমএইচ

Exit mobile version