Site icon Jamuna Television

দু’এক দিনের মধ্যেই ঐক্যফ্রন্টের প্রার্থী তালিকা: ফখরুল

আগামী দু’এক দিনের মধ্যেই ঐক্যফ্রন্টের অধিকাংশ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগী।

আজ রোববার দুপুরে মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের বৈঠক শেষে তিনি একথা বলেন।

তিনি আরও জানান, কিছু আসনে ৯ তারিখের মধ্যে প্রার্থী ঘোষণা করা হবে। সরকার ও নির্বাচন কমিশন বাধা হয়ে না দাঁড়ালে নির্বাচনে বিজয় সুনিশ্চিত জানিয়ে মির্জা ফখরুল বলেন সরকারের আচরণে এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়টি প্রতীয়মান হয়নি।

জাতীয় ঐক্যফ্রন্টের এ মুখপাত্র বলেন, সরকার ও নির্বাচন কমিশন যদি কোনো বিঘ্ন না ঘটিয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য সহযোগিতা করে, তবে জাতীয় ঐক্যফ্রন্টের বিজয় নিশ্চিত।

বৈঠকে ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী উপস্থিত ছিলেন।

Exit mobile version