Site icon Jamuna Television

গুলি করে পাকিস্তানের ১০ পুলিশ সদস্যকে হত্যা করেছে তেহরিক-ই-তালেবান

আফগান সীমান্তের কাছে একটি চেকপয়েন্টে পাকিস্তানের দশ পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তানের একটি তালেবান গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল আরাবিয়া এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, নাম প্রকাশ না করার শর্তে একজন সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, প্রায় এক ঘণ্টা ধরে তীব্র গুলি বিনিময় চলে। এই হামলায় দশজন ফ্রন্টিয়ার কনস্টেবল কর্মী শহীদ হয়েছেন। সেই সাথে সাতজন আহত হয়েছেন।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার একটি পুলিশ চেকপোস্টে এ ঘটনা ঘটে। প্রায় প্রায় ২০-২৫ জন জঙ্গি পুলিশের সহায়তা বাহিনী ফ্রন্টিয়ার কনস্টেবলদের একটি চেকপোস্টে হঠাৎ আক্রমণ শুরু করে। পরে হতাহতের এই ঘটনা ঘটে।

এদিকে, এই ভয়াবহ হামলার দায় স্বীকার করে দেয়া এক বিবৃতিতে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) গোষ্ঠী বলেছে, তদের সিনিয়র নেতা ওস্তাদ কুরেশির হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা করা হয়েছে। 

/এআই

Exit mobile version