Site icon Jamuna Television

কৃষির ৯ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

২০২৩-২৪ শিক্ষাবর্ষে ৯ বিশ্ববিদ্যালয়ের জন্য কৃষি গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৫ অক্টোবর) সকালে নয়টি বিশ্ববিদ্যালয়ের ৩ হাজার ৭১৮টি আসনের বিপরীতে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এরমধ্যে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদ ৯০টি আসন সংখ্যার জন্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। যেখানে ১ হাজার ৫১ জন পরীক্ষার্থী অংশ নেয়ার কথা থাকলেও উপস্থিত ছিলেন ৫১৯ জন। যা শতাংশের হিসেবে ৪৯ দশমিক ৩৮।

পরীক্ষা শুরুর পর কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। পরীক্ষা চলাকালে নিরাপত্তা নিশ্চিতে ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন।

কৃষিগুচ্ছে থাকা ৯টি বিশ্ববিদ্যালয় হলো– বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (গাজীপুর), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (ঢাকা), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। 

/এমএইচ

Exit mobile version