Site icon Jamuna Television

নোয়াখালীতে রোহিঙ্গা পকেটমার আটক

নোয়াখালী করেসপনডেন্ট:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক বৃদ্ধের পকেট থেকে মুঠোফোন চুরি করার সময় এক রোহিঙ্গা যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। শুক্রবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার বাংলাবাজারে এই ঘটনা ঘটে। আটক রহিম উল্যাহ (৪০) কক্সবাজার জেলার ২৬ নম্বর মুচনী ক্যাম্পের করিম উল্যার ছেলে।

স্থানীয়রা জানায়, শুক্রবার সকাল থেকে রহিম উল্যাহকে বাংলাবাজারে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা। সকাল সাড়ে ৯টার দিকে মোস্তফা নামে এক বৃদ্ধের পাঞ্জাবির পকেট থেকে মুঠোফোন নেয়ার সময় তিনি চিৎকার করে ওঠেন। এ সময় স্থানীয়রা ওই রোহিঙ্গা পকেটমারকে হাতেনাতে আটক করে। জিজ্ঞাসাবাদে পকেটমারের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন তিনি। পরে তাকে পুলিশে হস্তান্তর করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বিষয়টি নিশ্চিত করে বলেন, মোবাইল চোর সন্দেহে স্থানীয়রা তাকে আটক করে। দুপুরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

/এসআইএন

Exit mobile version