Site icon Jamuna Television

ভাইরাল কলার আর্টওয়ার্ক আবারও নিলামে, এবার দাম দেড় মিলিয়ন ডলার

ইতালিয়ান আর্টিস্ট মাউরিজিও ক্যাটেলানের ভাইরাল সৃষ্টি 'কমেডিয়ান'।

২০১৯ সালে একটি আর্ট-ওয়ার্ক নিয়ে সমালোচনার ঝড় উঠেছিলো সারা পৃথিবীতে। কারণ-অনেকের মতে সেই আর্ট-ওয়ার্ক লেইম। অনেকে-ই আবার ঠাট্টা মশকরা করে বলেছিলেন, ‘কতই-না চিন্তা ভাবনা করতে হয়েছে আর্ট-ওয়ার্কটি বানাতে গিয়ে! সেটি ছিলো দেয়ালে টেপ দিয়ে লাগানো একটি কলা! তখন, ওই আর্ট-ওয়ার্কটি বিক্রি হয়েছিলো এক লাখ ২০ হাজার মার্কিন ডলারে।

তবে, ৫ বছর পর আবার কেন আলোচনায় এই কলার আর্টওয়ার্ক? কারণ-ইতালিয়ান আর্টিস্ট মাউরিজিও ক্যাটেলানের ভাইরাল সৃষ্টি “কমেডিয়ান” শিরোনামের সেই আর্ট-ওয়ার্কটি একটি ভাল বিনিয়োগ হিসেবে প্রমাণিত হতে পারে। কিন্তু, কীভাবে?

শুক্রবার (২৫ অক্টোবর) আর্ট-ওয়ার্ক বিক্রির সবচেয়ে জনপ্রিয় ব্রিটিশ অকশন হাউস সোথেবি ঘোষণা দিয়েছে যে আর্টওয়ার্কটির তিনটি ‘সংস্করণ’ এর মধ্যে একটি আবার বিক্রি হচ্ছে। তবে, এবার দাম অনেকগুন বেশি। প্রাথমিকভাবে দাম হাঁকানো হচ্ছে, এক থেকে দেড় মিলিয়ন মার্কিন ডলার।

সূত্র: সিএনএন নিউজ

/এআই

Exit mobile version