Site icon Jamuna Television

সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান অলিম্পিক এসোসিয়েশনের নতুন সভাপতি

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন সভাপতি নির্বাচিত হয়েছেন। দেশের অন্যতম শীর্ষ এই ক্রীড়া সংস্থার সভাপতির শূন্য পদের নির্বাচনে মনোনয়ন জমা দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

এই পদে একাধিক মনোনয়নপত্র জমা পড়েনি এবং একমাত্র মনোনয়নপত্র বৈধ হওয়ায় নির্বাচন কমিশন জেনারেল ওয়াকার-উজ-জামানকে আনুষ্ঠানিকভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে আজ শুক্রবার (২৫ অক্টোবর)। তিনি বাংলাদেশ ফেডারেশনের সভাপতিও।

সেনাপ্রধান হিসেবে অবসরের পর জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ অলিম্পিকের সভাপতি থেকে পদত্যাগ করেন। সেই শূন্য পদে বিওএ নির্বাচনের উদ্যোগ নেয়। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।

/এমএন

Exit mobile version