Site icon Jamuna Television

ভারতে পালানোর সময় এস আলম গ্রুপের কর্মকর্তা গ্রেফতার

আখাউড়া করেসপনডেন্ট :

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় সুজন কান্তি দে (৪৫) নামে এস আলম গ্রুপের এক কর্মকর্তাকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় তাকে গ্রেফতার দেখিয়ে থানায় সোপর্দ করে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ।

গ্রেফতারকৃত সুজন কান্তি দের বিরুদ্ধে চট্টগ্রামের আনোয়ারা থানায় একাধিক মামলা রয়েছে। এস আলম গ্রুপের কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের সিনিয়র ডেলিভারি অফিসার পদে দায়িত্বরত ছিলেন তিনি।

জানা গেছে, তিনি এস. আলম গ্রুপে ২৩ বছর ধরে চাকরি করে আসছেন। তার বিরুদ্ধে আনোয়ারা থানায় নিয়মিত মামলাসহ এস. আলম গ্রুপের কর্ণধারকে অর্থ পাচারে সহায়তা করার অভিযোগ রয়েছে।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ মো. খায়রুল আলম তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

/এএস

Exit mobile version