Site icon Jamuna Television

আবারও ইরানে হামলা ইসরায়েলের

ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার (২৬ অক্টোবর) স্থানীয় সময় ভোররাতে কারাজসহ রাজধানী তেহরানের আশপাশে বেশ কয়েকটি বিস্ফোরণের আওয়াজ শোনা যায়।

ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ আইডিএফ-এর দাবি, ইরানে সীমিত পরিসরে অভিযান চালানো হয়েছে। তবে এ বিষয়ে এখনও কিছু জানায়নি তেহরান প্রশাসন। ক্ষয়ক্ষতির কোনো তথ্যও পাওয়া যায়নি।

গত কয়েকদিন ধরেই দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে। চলতি মাসের শুরুতেই ইসরায়েলে প্রায় দু’শ মিসাইল ছোঁড়ে ইরান।

এছাড়াও ইহুদি ভূখণ্ড লক্ষ্য করে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে তেহরান সমর্থিত গোষ্ঠীগুলো। পাল্টা কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে তেলআবিব। গাজায় তেলআবিবের আগ্রাসন শুরুর পর থেকেই সক্রিয় হিজবুল্লাহ, হুতিসহ ইরান সমর্থিত গোষ্ঠীগুলো।

/এমএইচ

Exit mobile version