Site icon Jamuna Television

শেষ হয়নি কমলাপুর রেল লাইনের সংস্কার, শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে যাত্রীরা

কমলাপুরে গতকাল পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত হওয়ার ঘটনায় এখনও পুরোপুরি শেষ হয়নি সংস্কার কাজ। এতে শিডিউল বিপর্যয়ের কারণে বেশ ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

গতকাল থেকে প্রায় বেশিরভাগ ট্রেন স্টেশন থেকে দেরিতে ছেড়ে গেছে। তবে অনেক ট্রেনই এখনও ফিরে আসেনি। রেলের অটোমেটিক অপারেশন কার্যক্রম বন্ধ থাকায় ম্যানুয়াল পদ্ধতিতে ট্রেনের স্টেশনে প্রবেশে ও বের হতেও লাগছে দীর্ঘ সময়। সঠিকভাবে কোনো শিডিউল জানাতে না পারায় যাত্রীদের ক্ষোভের শিকার হচ্ছে রেল কর্তৃপক্ষ।

আজ সকাল থেকে এখন পর্যন্ত মাত্র ৫ টি ট্রেন ছেড়ে গেছে। প্লাটফর্মের সময়সূচিতে প্রতিটি ট্রেনেই সাড়ে তিনঘন্টা থেকে ৬ ঘণ্টারও বেশি সময় বিলম্ব দেখা গেছে।

/এটিএম

Exit mobile version