Site icon Jamuna Television

জীবননগরে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার জীবননগরে বিলের পানির মধ্য থেকে গলিশ মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষনিকভাবে মরদেহটি পুরুষের না নারীর তা শনাক্ত করা সম্ভব হয়নি। শনিবার (২৬ অক্টোবর) বেলা দেড়টার দিকে জীবননগর উপজেলার মেদিনীপুর গ্রামে ঘাড়কাঠি বিল থেকে এই লাশ উদ্ধার করেন থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, শাহেদ বিশ্বাস নামের এক ব্যক্তি বিলে কচুরিপানা কাটার জন্য গিয়েছিলেন। তিনি কচুরিপানা কাটার সময় কঙ্কাল দেখে স্থানীয়দের খবর দেন। পরে ঘটনাস্থল থেকে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় কঙ্কাল উদ্ধার করে। 

বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, খবর পেয়ে থানার একটি দল ঘটনাস্থলে যাই। মূলসড়ক থেকে অন্তত আধা কিলোমিটার ভেতরে বিলটি। মরদেহটি বিলের কচুরিপানার ভিতরে থাকায় দেহের বেশিরভাগ অংশই গলে গেছে যার ফলে লিঙ্গ শনাক্ত করা সম্ভব হয়ে ওঠেনি।

তিনি আরও বলেন, লাশ উদ্ধার করে রাস্তায় তোলা হয়েছে। লাশের ৯০ শতাংশ পঁচে পানিতে গলে গেছে। ধারণা করা হচ্ছে বেশ কয়েকদিন আগের লাশ। ময়নাতদন্ত ও ডিএনএ টেস্টের পর মৃত্যুর কারণ ও পরিচয় শনাক্ত সম্ভব হবে।

/এআই

Exit mobile version