Site icon Jamuna Television

চট্টগ্রামে ছাত্রলীগ কর্মী হত্যার ঘটনায় গ্রেফতার ২

চট্টগ্রামে ছাত্রলীগ কর্মী তাহসিন হত্যাকাণ্ডের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এখনও পলাতক রয়েছে হত্যাকাণ্ডে অংশ নেয়া ৩ সদস্য।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে রাউজানের গহীন পাহাড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, মো. হেলাল (৩৫) ও মো. ইলিয়াছ হোসেন অপু (২৭)।

পুলিশ জানায়, তারা তাহসিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল। পূর্ব শত্রুতার জেরে গত ২১ অক্টোবর চান্দগাঁওয়ের হাজিরপুলে প্রকাশ্যে শটগান দিয়ে গুলি করে হত্যা করা হয় আফতাব উদ্দিন তাহসিনকে। এতে তিনি গুরুতর আহন হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত ব্যবসায়ীর বাবা চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

এ ঘটনায় ব্যবহার করা কালো রংয়ের গাড়িটি উদ্ধার করা গেলেও সন্ধান মেলেনি হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রগুলো।

/এটিএম

Exit mobile version