Site icon Jamuna Television

রাজশাহী ও চাঁপাইনবাগঞ্জে কৃষিপণ্য ছাড়াই ছেড়ে গেছে বিশেষ ট্রেন

রাজশাহী ও চাঁপাইনবাগঞ্জে প্রথম দিনে, কৃষিপণ্য ছাড়াই ছেড়ে গেছে কম খরচে দেশের বিভিন্ন প্রান্তের কৃষিপণ্য পৌঁছে দেয়ায় বিশেষ ট্রেন। শনিবার (২৬ অক্টোবর) থেকে চালু হওয়া ট্রেনটি বেলা এগারটা ৪০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

রেলের কর্মকর্তারা জানান, সকাল পৌণে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে কৃষিপণ্যবাহী ট্রেন। পরে রাজশাহী রেল স্টেশনে পৌঁছায় সোয়া এগারটায়। শুরুতে রাজশাহী পর্যন্ত ৫টি স্টেশনে থামলেও কোনো প্রকার সবজি পাঠায়নি কেউ। শুধু মুরগির ডিমের খাঁচি নেয়া হয়েছে। কৃষিপণ্য না থাকায় বিশেষ এই ট্রেনটি খালিই যেতে হয়েছে।

প্রতিদিন পণ্যবাহী ৫টি বগিতে ১২০ টন পণ্য আনা-নেয়ার সুবিধা থাকবে। কেজি প্রতি সবজি বা কৃষিপণ্য পরিবহনে চাঁপাইনবাবগঞ্জ থেকে ১ টাকা ৩০ পয়সা এবং রাজশাহী থেকে সর্বোচ্চ ১ টাকা ১৮ পয়সা পড়বে। প্রতি শনিবার চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী হয়ে ১৪টি স্টেশন থেকে পণ্য নিয়ে ঢাকায় পৌঁছাবে এই কৃষি ট্রেন। রেলের কর্মকর্তারা বলছেন, প্রচারণা চালালেও পরিবহনে আশানুরূপ সাড়া মেলেনি।

/এটিএম

Exit mobile version