Site icon Jamuna Television

কক্সবাজারে মা-মেয়েকে গলাকেটে হত্যাকে ঘিরে রহস্য

কক্সবাজারে মা-মেয়েকে গলাকেটে হত্যার ঘটনা এখনও রহস্যাবৃত। হত্যাকাণ্ডের কারণ বলতে পারছে না কেউ। পুলিশও কাউকে আটক করতে পারেনি। চাঞ্চল্যকর এ ঘটনার পর এলাকা শোকে স্তব্ধ।

জুমার নামাজ পড়ার জন্য ভাইকে পাঞ্জাবি এনে দেয় ৬ বছরের শিশু জারিয়া। নামাজ শেষে সেই বোন এবং মা রুবি আকতারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে খবর পান।

স্বজনদের দাবি, স্বামী স্ত্রীর মধ্যে কলহ দেখেননি কখনও। অন্য কোন শক্রও নেই। ফলে হত্যাকাণ্ড এখনও রহস্যে ঘেরা।

নৃশংস হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় শোকের ছায়া। চাঞ্চল্যকর এ ঘটনায় এখনও ধরা পড়েনি কেউ।

গত শুক্রবার দুপুরে কক্সবাজারের কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়নের শান্তি বাজারে রান্নাঘরে পাওয়া যায় মা মেয়ের গলাকাটা মরদেহ।

/এটিএম

Exit mobile version