Site icon Jamuna Television

৩ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্র সাহিল, সন্ধান চায় পরিবার

রাজধানীর উত্তরা এলাকা থেকে সাহিল খন্দকার নামে এক স্কুলপড়ুয়া ছেলে নিখোঁজ হয়েছে। তার বয়স আনুমানিক ১১-১২ বছর। গত বুধবার (২৩ অক্টোবর) রাত ৯টা থেকে নিখোঁজ রয়েছে সাহিল।

সাহিল খন্দকার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের আব্দুল খালেক খন্দকারের ছোট ছেলে। আব্দুল খালেক খন্দকার পরিবার নিয়ে বর্তমানে ঢাকার উত্তরায় বসবাস করছেন। সাহিল সেখানকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করছে।

পরিবারের স্বজনরা বিভিন্ন আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ নিলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। অবশেষে গত বৃহস্পতিবার সাহিলের বাবা আব্দুল খালেক খন্দকার উত্তরার তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সাহিলের বাবা আব্দুল খালেক জানান, গত ২৩ অক্টোবর সাহিলের পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে তার কোচিংয়ে যাওয়ার কথা ছিল। সাহিল সেখানে না গিয়ে বন্ধুদের সঙ্গে মাঠে খেলছিল। কোচিংয়ে না যাওয়ায় শিক্ষক ফোন করে বিষয়টি জানালে তাকে মাঠ থেকে নিয়ে শিক্ষকের সঙ্গে দেখা কোরআন তিনি। পরদিন তার ইংরেজি পরীক্ষা ছিল। বাড়িতে এলে স্বাভাবিকভাবে তাকে শাসন করা হয়। সবকিছুই ঠিক ছিল। ওইদিন রাত ৯টার দিকে একটি স্কুলব্যাগ সাথে নিয়ে বাসা থেকে বের হয় সাহিল। এরপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

যদি কোনো সহৃদয়বান ব্যক্তি সাহিলের সন্ধান পেয়ে থাকেন তাহলে ০১৩০৯-৭৭০০৪০ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন বাবা আব্দুল খালেক খন্দকার।

/এএস

Exit mobile version