Site icon Jamuna Television

কমলাপুর স্টেশনে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা নিয়ে তোলপাড়

কমলাপুর স্টেশনের যে গেট দিয়ে টিকিটধারী সব যাত্রী প্ল্যাটফর্মে ঢোকেন, সেই গেটের ওপরে রয়েছে একটি ডিজিটাল স্ক্রিন। সেই স্ক্রিনে শনিবার (২৬ অক্টোবর) সকালে একটি লেখা ভেসে ওঠে। যা দেখে চোখ কপালে ওঠার জোগাড় হয় অনেকের।

স্ক্রিনে অনেকক্ষণ ধরে চলতে থাকে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা। বিষয়টি সবার নজরে এলে তৈরি হয় চাঞ্চল্য। কারা করলো এ কাজ, তা নিয়ে চলে কানাঘুষা।

এক পর্যায়ে খবর পৌঁছায় রেল কর্তৃপক্ষের কাছে। তারা গিয়ে তড়িৎ ব্যবস্থা নেন। বন্ধ করে দেয়া হয় ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা ডিজিটাল স্ক্রিনটি।

পরবর্তীতে এ নিয়ে তদন্ত শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ। যদিও এ নিয়ে তারা আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে জানা গেছে, সিস্টেম হ্যাক করে এ কাজ করা হয়েছে। শনাক্ত করা হয়েছে এর সাথে জড়িত তিন জনকে। তাদের ধরতে অভিযান চলছে। যদিও তিন জনের নাম-পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে রেলওয়ে সূত্র।

/এমএমএইচ

Exit mobile version