Site icon Jamuna Television

জামালপুরে আবাসিক হোটেলে মাদক ব্যবসা, ইয়াবাসহ আটক ২ যুবক

জামালপুর করেসপন্ডেন্ট:

জামালপুরে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ২০০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৬ অক্টোবর) সন্ধায় ৬টার দিকে শহরের সকাল বাজারে শেখ রিপন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, জামালপুর সদর উপজেলার নান্দিনা নয়াপাড়া এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে মো. সাদ হোসাইন কনক (১৯) ও নান্দিনা বালিয়াপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে মো. জাকির হোসাইন (২১)। 

এ বিষয়ে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাকিব আহমেদ জানান, বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার কথা স্বীকার করে। তাদের আইনী পক্রিয়া শেষে জেলে পাঠানো হবে বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version