Site icon Jamuna Television

রাজশাহীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবলীগ কর্মী নিহত

রাজশাহী করেসপনডেন্ট:

রাজশাহীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মীম নামের এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন।

শনিবার (২৬ অক্টোবর) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রক্তাক্ত অবস্থায় ওই যুবলীগ কর্মীকে জরুরি বিভাগের সামনে ফেলে রেখে চলে যান অজ্ঞাত ব্যক্তিরা।

পুলিশ জানায়, রক্তাক্ত অবস্থায় মীমকে রাজশাহী মেডিকেলের জরুরি বিভাগের সামনে রেখে যায় অজ্ঞাতরা। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, নিহত মিম নগরীর রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালানো গ্রেফতারকৃত যুবলীগ নেতা রুবেলের সহযোগী ছিলেন তিনি।

/এমএইচ

Exit mobile version