Site icon Jamuna Television

কমেছে শিডিউল বিপর্যয়, কমলাপুরে স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল

ফাইল ছবি

রাজধানীর কমলাপুর রেল স্টেশনে স্বাভাবিক হতে শুরু করেছে ট্রেন চলাচল। গতকাল শনিবার দুপুরে অটোমেটিক সিগন্যাল অপারেশন ঠিক হওয়ার পর থেকেই শিডিউল বিপর্যয় কমেছে।

আজ রোববার (২৭ অক্টোবর) সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে নির্ধারিত সময়েই ছেড়ে গেছে চট্টগ্রামগামী মহানগর প্রভাতি, তিস্তা এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন। এছাড়া কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ে আসতে পারেনি স্টেশনে। ফলে সেগুলো নির্ধারিত সময়ের ২০ থেকে ৩০ মিনিট দেড়িতে ছেড়ে গেছে।

গত দুইদিন ট্রেনের শিডিউল বিপর্যয়ে যাত্রীদের যে ভোগান্তি ছিল সেটা অনেকটাই কমে গেছে। সময়মতো ট্রেন ছাড়ায় স্বস্তি প্রকাশ করেছে যাত্রীরা।

/এমএইচ

Exit mobile version