Site icon Jamuna Television

কমে গেছে বেনাপোল দিয়ে ভারতগামীর সংখ্যা

বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতগামী যাত্রীর সংখ্যা ক্রমেই কমে আসছে। ভিসা প্রদানের ক্ষেত্রে ভারত সরকার বিধি নিষেধ আরোপ করায় কমেছে যাত্রী পারাপার। যার বিরূপ প্রভাব পড়েছে ভ্রমণ করে। আগে যেখানে আয় হতো মাসে ১৫ কোটি টাকা। এখন সেখানে হচ্ছে মাত্র ৩ কোটি টাকা। বিজনেস ভিসা প্রাপ্তিতেও বিড়ম্বনায় পড়ছেন অনেক আমদানি-রফতানিকারক।

বেনাপোল থেকে কলকাতার দুরত্ব কম হওয়ায় অধিকাংশ যাত্রী এই পথেই ভারত যেতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। যাত্রীদের অধিকাংশই রোগী। ট্যুরিস্ট, বিজনেস,স্টুডেন্ট যাত্রীদের সংখ্যা নেই বললেই চলে। ভিসা বন্ধ থাকায় বেকায়দায় পড়েছেন তারা। ভারত সরকার বিজনেস ভিসা না দেয়াতে, বৃহত্তম এই স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বাণিজ্যেও প্রভাব পড়তে শুরু করেছে।

বছরে, এই বন্দরে ভ্রমণ কর থেকে ১৮২ কোটি টাকার রাজস্ব আয় হয়। ৫ আগস্ট, শেখ হাসিনা সরকারের পতনের আগে, প্রতিমাসে গড়ে ১৫ কোটি টাকার রাজস্ব আয় হতো। বর্তমানে রাজস্ব আদায় হচ্ছে, মাসে ৩ কোটি টাকা।

বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রতি মাসে গড়ে ৫ হাজার যাত্রী যাতায়াত করতো। ৫ আগস্টের পরে যাত্রী নেই বললেই চলে।

/এটিএম

Exit mobile version