Site icon Jamuna Television

পটুয়াখালী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সালাউদ্দিন

পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সহ-সভাপতি মুফতী সালাউদ্দিকে দায়িত্ব দেয়া হয়েছে। এর আগে সভাপতি কাজল বরন দাস সংগঠন ও গনঠনতন্ত্র বিরোধী কার্যক্রম করায় প্রেসক্লাবের কার্যকরী কমিটির ১১ সদস্যের মধ্যে ৬ জন সদস্য অনাস্থা প্রদান করেন। এর প্রেক্ষিতে প্রেসক্লাবের গঠনতন্ত্র মোতাবেক সহ সভাপতি মুফতী সালাউদ্দিনকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয় রবিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, গত ১৮ অক্টোবর প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতি ক্রমে এ সিদ্ধান্ত গ্রহীত হয়।

মুফতী সালাউদ্দিন পটুয়াখালী জেলা প্রতিনিধি হিসেবে দৈনিক সমকাল ও আরটিভিতে কর্মরত আছেন। এর আগে তিনি পটুয়াখালী প্রেসক্লাবের দুই মেয়াদে সাধারণ সম্পাপদক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি পটুয়াখালী জেলা সাংবাদিক ফোরামের সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।
#

Exit mobile version