Site icon Jamuna Television

স্যাটেলাইটে ধরা পড়লো হামলায় ইরানের ক্ষয়ক্ষতি

ইসরায়েলের হামলায় ইরানের ক্ষয়ক্ষতির দৃশ্য ধরা পড়েছে স্যাটেলাইট ইমেজে। একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রকাশিত ছবি থেকে জানা যায়, তেহরানের পরমাণু অস্ত্র পরীক্ষার একটি পরিত্যক্ত ভবন ও মিসাইল তৈরির স্থাপনা হয়েছে টার্গেট।

গত ১ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে প্রায় ২০০ মিসাইল ছোড়ে ইরান। ২৫ দিনের মাথায় সেই হামলার জবাব দিলো তেলআবিব। শনিবার ভোররাতে তেহরানসহ তিন প্রদেশের ২০টি স্থানে চালায় মিসাইল হামলা।

রোববার এ হামলার ছবি প্রকাশ করেছে একটি বাণিজ্যিক স্যাটেলাইট। রয়টার্স বলছে, ইরানের একটি সামরিক ভবনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। তেলআবিবের সামরিক বাহিনী জানিয়েছে, তারা মিসাইল তৈরির কারখানায় হামলা চালিয়েছে। সেখানে সারফেস টু সারফেস মিসাইল তৈরি হতো।

শনিবার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে সফলভাবে অভিযান শেষের ঘোষণাও দিয়েছে আইডিএফ। যদিও ইসরায়েলের হামলা শক্তভাবে প্রতিহতের দাবি করেছে ইরান। তারা জানায়, ইসরায়েলি হামলায় দেশটির দুই সেনা নিহত হয়েছেন। আইডিএফ বলছে, এবার কেবল সক্ষমতার নমুনা দেখিয়েছে তারা। তেহরান পাল্টা হামলা চালালে আরও কঠোর জবাবের হুঁশিয়ারিও দিয়েছে।

/এটিএম

Exit mobile version