Site icon Jamuna Television

গাজায় থামছেই না ইসরায়েলি আগ্রাসন, প্রাণহানি ৪৩ হাজার ছুঁইছুঁই

লেবানন, ইরানে উত্তেজনার মধ্যেও থেমে নেই গাজায় ইসরায়েলের আগ্রাসন। বেড়েই চলেছে হতাহতের সংখ্যা। দখলদার রাষ্ট্রটির হামলায় অঞ্চলটিতে এখন পর্যন্ত প্রায় ৪৩ হাজার মানুষ নিহত হয়েছে। নিহতদের ৪০ শতাংশ অর্থাৎ ১৭ হাজারের বেশি শিশু। গাজা প্রশাসনের জনসংযোগ বিভাগের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেবল বেইত লাহিয়ায় দুই দফা হামলায় মৃত্যু হয়েছে ৪৫ ফিলিস্তিনির। শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় অঞ্চলটির ৫টি ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ফাইটার জেট নিয়ে নির্বিচারে চলে বোমাবর্ষণ। গুঁড়িয়ে দেয়া হয় ভবনগুলো। মৃত্যু হয় কমপক্ষে ৩৫ জনের। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেকে। তাই প্রাণহানি বাড়ার শঙ্কা রয়েছে।

কয়েক ঘণ্টার ব্যবধানে আরও একটি ভবনে চালানো হামলায় মৃত্যু হয় ১০ জনের। গাজা সিটির একটি স্কুলে চালানো হামলায়ও হয়েছে হতাহতের ঘটনা। উত্তরে নুসেইরাত শরণার্থী শিবির ও মধ্যগাজায় বুরেইজি শরণার্থী শিবির টার্গেট করেও অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের অব্যাহত হামলায় গাজায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪২ হাজার ৯২৪ জনে পৌঁছেছে। মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, বিগত সাড়ে ১২ মাসের নির্বিচার হামলায় আহত হয়েছেন আরও অন্তত এক লাখ ৮৩৩ জন বাসিন্দা।

/এএম

Exit mobile version