Site icon Jamuna Television

মোবাইল যেখানেই হারাক, উদ্ধার করে দেবে ময়মনসিংহের আর্মড পুলিশ ব্যাটালিয়ন

বাংলাদেশের যে কোনো জেলা বা উপজেলায় যদি কারো মোবাইল চুরি বা হারিয়ে যায় সেসব ফোন উদ্ধার করে দেবে ময়মনসিংহের আর্মড পুলিশ ব্যাটালিয়ন-২ এর সাইবার ক্রাইম সেল। পাশাপাশি বিকাশে প্রতারণার বিষয়েও পদক্ষেপ ও ফেসবুক হ্যাক হলে ব্যবস্থা নেবে তারা।

রোববার (২৭ অক্টোবর) ময়মনসিংহের মুক্তাগাছায় আর্মড পুলিশ ব্যাটালিয়ান-২ এর সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। এসময় দেশের বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া ৪৫ জনের মোবাইল ফোন বিতরণ করা হয়। পাশাপাশি বিকাশে টাকা প্রতারণার শিকার ৫ জনকে দেয়া হয় প্রতিকার এবং উদ্ধার করা হয় ১ লাখ ৪ হাজার টাকা।

এপিবিএন-২ এর অ্যাডিশনাল ডি আইজি আলী আহমদ খান বলেন, ফোন হারিয়ে গেলে আমাদের ফেসবুক পেজ বা ইমেইলে যোগাযোগ করলে আমরা তা উদ্ধারে ব্যবস্থা নিয়ে থাকি। ময়মনসিংহ ছাড়াও বান্দরবানে আমাদের আরেকটি সাইবার ইউনিট রয়েছে। মোবাইল দেশের যেখানেই হারাক, থানায় করা জিডির কপি এবং বিস্তারিত জানালে আমরা তা উদ্ধার করতে সর্বাত্মক চেষ্টা করবো।

/এটিএম

Exit mobile version