Site icon Jamuna Television

যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানের ধাক্কায় রিকশাচালক ও যাত্রী নিহত

ফাইল ছবি।

মেডিকেল করেসপনডেন্ট:

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানের ধাক্কায় রিকশাচালক ও যাত্রী নিহত হয়েছেন। রোববার (২৭ অক্টোবর) মাতুয়াইল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, যাত্রী দিদার এলাহী (৩৪) ও অজ্ঞাতনামা রিকশাচালক (৪৫)। নিহত দিদার এলাহি গাইবান্ধার সদুল্লাপুরের কায়িকা এলাকার ওয়াদুদ প্রমাণিকের ছেলে। তিনি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মুজাহিদুল ইসলাম। তিনি জানান, রোববার সকালের দিকে একটি কাভার্ডভ্যান রিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে চালক এবং যাত্রী নিহত হন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক কাভার্ডভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে। নিহতদের মধ্যে যাত্রীর পরিচয় শনাক্ত হলেও চালকের পরিচয় এখনও শনাক্ত হয়নি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

/আরএইচ

Exit mobile version