Site icon Jamuna Television

ট্রাম্পকে বদ্ধ উন্মাদ ও পুরোপুরি ভারসাম্যহীন বললেন কমলা

আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে ৬০ তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই জমে উঠছে মার্কিন নির্বাচনের প্রচার-প্রচারণা। নির্বাচন পরবর্তী রাষ্ট্র পরিচালনা নিয়ে আলোচনার বদলে পরস্পরের সমালোচনা করেই বেশি ব্যস্ত সময় পার করছেন প্রধান দুই প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (২৬ অক্টোবর) টেক্সাসে নির্বাচনী প্রচারণায় মার্কিন জনপ্রিয় গায়িকা বিয়োন্সেকে নিয়ে হাজির হয়েছিলেন হ্যারিস। সমাবেশে জনপ্রিয় গায়িকার উপস্থিতি নিয়ে বিদ্রুপ করতে ছাড়েননি ট্রাম্প। পেনসিলভানিয়ায় দেয়া ভাষণে সাবেক প্রেসিডেন্ট বলেন, হ্যারিসের জন্য নয় বরং বিয়োন্সে’র গান শুনতেই ভিড় ছিল মানুষের।

ডোনাল্ড ট্রাম্প বলেন, মানুষ সেখানে গিয়েছে কারণ তাদের ধারণা ছিল, স্টেজে তারা বিয়োন্সে’র গান শুনতে পাবেন। কিন্তু শেষে কি হলো? হঠাত করে এই গায়িকা বলে উঠলো, হ্যালো লেডিস এন্ড জেন্টেলম্যান, আজ আমি এখানে এসেছি শুধু কমলাকে সমর্থন জানাতে। মানে কিছুই বুঝলাম না কি হলো।

এদিকে, একই দিন মিশিগানে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন কমলা হ্যারিসও। তিনিও তুলোধুনো করেছেন প্রতিপক্ষকে। তার মতে বিকৃত মানসিকতার অধিকারী ট্রাম্প।

কমলা বলেন, ট্রাম্প সিদ্ধান্তহীনতায় ভুগছেন। ভারসাম্যহীন একটা মানুষ বিগত ৮ বছরে আরও বদ্ধ উন্মাদে পরিণত হয়েছে। সে পুরোপুরি পাগল। আগে থেকেই সে এমন উদ্ভট।

বলা হচ্ছে, এবারের মার্কিন নির্বাচন হবে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। জরিপেও মিলছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। ভোটারদের সমর্থন বাগিয়ে নিতে টেইলর সুইফট, বিয়োন্সে ও ইলন মাস্কের মত জনপ্রিয় ব্যক্তিত্বদেরও হাজির করা হচ্ছে প্রচারণায়।

/এমএইচআর

Exit mobile version