Site icon Jamuna Television

রাজধানীতে যৌথ অভিযান, বিপুল পরিমাণ টিসিবি পণ্যসহ আটক ২

রাজধানীর লালবাগ থানার নবাবগঞ্জ বাজারে অভিযান চালিয়ে , নয়ন খা ও হাসানুল্যাহ নামে সন্দেহভাজন ২ জনকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। এ সময় বিপুল পরিমাণ সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে বিক্রির টিসিবির পণ্যও জব্দ করে যৌথ বাহিনী।

রোববার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৯টায় বাংলাদেশ সেনাবাহিনীর মেজর ইয়াহিয়ার নেতৃত্বে শুরু হয়ে দুই ঘণ্টা চলে এই অভিযান। মূলত ছাত্রদের তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে বিক্রির টিসিবির এক হাজার ১৩৪০ কেজি ডাল ও ৬৫০ বোতল তেল (২ লিটারের) উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য বাজারমূল্য ৩ লাখ ২৯ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ থানার ওসি কেসইনু মারমা। তিনি জানান, কিভাবে গোডাউনটিতে টিসিবির এত পণ্য মজুদ করা হলো তা তা তদন্ত করা হবে । জব্দ করা পণ্যের বাজার মূল্য ৩লাখ ২৯ হাজার টাকা।

তিনি আরও জানান, বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হবে। জব্দকৃত মালামাল সরকারকে ফেরত দেয়া হবে বলেও জানান লালবাগ থানার ওসি।

/এএস

Exit mobile version