Site icon Jamuna Television

নড়াইল-২ আসনে মাশরাফীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

PHTO0029.JPG

নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

দুপুরে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আনজুমান আরার কাছ থেকে মনোনয়ন ফরম নেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস। এসময় তিনি বলেন, দলের সভাপতি শেখ হাসিনা, মাশরাফীকে নৌকা প্রতীক দিয়েছেন। নির্বাচনে তাঁকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে নেতাকর্মীরা।

এসময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গীর হোসেন বিশ্বাস-সহ উপস্থিত ছিলেন আরও অনেকে।

Exit mobile version