Site icon Jamuna Television

গুরুতর অসুস্থ খামেনি, কে হবেন ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা?

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির গুরুতর অসুস্থ। গত শনিবার, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানে ইসরায়েলের বিমান হামলার পরপরই খামেনির অসুস্থতার খবর প্রকাশ্যে আসে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট। 

প্রতিবেদনে বলা হয়, খামেনির দ্বিতীয় ছেলে মোজতাবা খামেনিকে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে বিবেচনা করা হচ্ছে। খামেনির মৃত্যুর পর পরবর্তী নেতা কে হবেন, সে বিষয়ে ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর মতও নেওয়া হবে বলে জানায় নিউ ইয়র্ক টাইমস।

খামেনির গুরুতর অসুস্থতার জেরে দেশতিতে নতুনভাবে তৈরি হতে পারে রাজনৈতিক শূন্যতা বলে দাবি করেছেন বিশ্লেষকরা। তবে, খামেনির উত্তরসূরি কে হবেন সে বিষয়ে ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।

এদিকে, গত মে মাসে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ার পর খামেনির উত্তরসূরি নিয়ে উদ্বেগ বেড়ে যায়। এরপর প্রেসিডেন্ট নির্বাচন সম্পন্ন হলেও সর্বোচ্চ ধর্মীয় নেতা নিয়োগে দেখা দিয়েছে সংশয়।

উল্লেখ্য, ইরানের প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ১৯৮৯ সাল থেকে দায়িত্ব পালন করে আসছেন আয়াতুল্লাহ খামেনি। চলতি বছরের মে মাসে সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রাণ হারানোর পর খামেনির উত্তরসূরি নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়।

/এআই

Exit mobile version