Site icon Jamuna Television

মুন্সিগঞ্জে শিক্ষার্থীদের ‘বিনা লাভের দোকান’, পাইকারি দামে পণ্য পাবে ক্রেতা

স্টাফ করেসপন্ডেন্ট, মুন্সিগঞ্জ:

বাজারে যখন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বগতি তখন নিম্ন ও মধ্যবিত্ত মানুষের স্বস্তিতে মুন্সিগঞ্জে “বিনা লাভের দোকানের” উদ্যোগ নিয়েছে শিক্ষার্থীরা। ব্যাতিক্রমী উদ্যোগে পাইকারি দামেই খুচরা পণ্য বিক্রি হচ্ছে সাধারণ মানুষের মাঝে।

সোমবার (২৮ অক্টোবর) সকালে মুন্সিগঞ্জ জেলা শহরের সুপার মার্কেট এলাকায় “কৃষক-জনতা জিন্দাবাদ, সিন্ডিকেট মুর্দাবাদ” স্লোগানে স্টুডেন্টস অব মুন্সিগঞ্জ নামের সংগঠনের ব্যানারে এই কার্যক্রম শুরু হয়।

এতে বিভিন্ন ধরনের শাক-সবজি, ডিম-আলু সহ ১৫ ধরনের নিত্য পণ্যের পসরা। প্রয়োজন অনুযায়ী কিনে নেয় সাধারণ মানুষ। কোনো লাভ নয়, পাইকারি দামে কৃষকদের কাছ থেকে পণ্য এনে বিক্রিতে সকাল থেকে ব্যাপক সাড়া মেলে। খোলাবাজার থেকে কমমূল্য পণ্য ক্রয়ে স্বস্তি প্রকাশ করেন স্থানীয়রা এমন উদ্যোগকে সাধুবাদ জন্য ক্রেতারা।

সরজমিন দেখা যায়, ইচ্ছেমত বিভিন্ন পণ্য ক্রয় করছে সাধারণ মানুষ। কম মূল্যে বাজার করে চোখে মুখে তাদের স্বস্তির ছাপ। খবর পেয়ে ছুটে আসছেন অনেকে। অধিকাংশই নিম্ন মধ্যবিত্তি, আসছেন মধ্যবিত্তরাও।

সংগঠনের সদস্য শিক্ষার্থী লালন জানান, পাইকারি দামে বিক্রির কারণে প্রতিটি পণ্যই খোলাবাজার থেকে কমদামে ক্রয় করতে পারছে ক্রেতারা। সমাজের এমন অনেক মানুষ আছে যাদের ২০-৫০ টাকা বাঁচলেও অনেক বড় বিষয়৷ সে জায়গা থেকেই এমন উদ্যোগ। শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার আগে ভোর থেকে এক-দেড় ঘণ্টা এ বাজার চালু রাখবে। এরপর শিক্ষা প্রতিষ্ঠানে যাবে।

উদ্যোক্তাদের একজন সোহাগ আহমেদ বলেন, হাত বদল হলেই পণ্যের দাম বাড়ে, মাঝেখানে সুবিধা নেয় সিন্ডিকেট। কিন্তু আমরা কৃষকদের কাছ থেকে সরাসরি পণ্য ক্রয় করে ভোক্তাদের কাছে বিক্রির উদ্যোগ নিয়েছি। কোনো লাভ রাখা হচ্ছে না। এটি স্বেচ্ছাসেবী কার্যক্রম হিসেবে চলবে।

/এটিএম

Exit mobile version