Site icon Jamuna Television

জয়পুরহাট জেলা আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অবসর চৌধুরী গ্রেফতার

সিনিয়র করেসপনডেন্ট, জয়পুরহাট:

জয়পুরহাটে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা মামলার আসামি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী ওরফে অবসর চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৮ অক্টোবর) সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে, রোববার দিবাগত মধ্যরাতে শহরের আল হেরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে ডিবি পুলিশ ও থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার গোলাম মাহফুজ চৌধুরী বর্তমান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এছাড়া তিনি আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আক্কেলপুর পৌরসভার সাবেক মেয়র। তার গ্রেফতারের বিষয়টি জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট গুলিতে শিক্ষার্থী নজিবুল সরকার ওরফে বিশাল সরকার মারা যান। এ ঘটনায় নিহতের বাবা মজিদুল সরকার বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। সেই মামলায় গোলাম মাহফুজ চৌধুরীকে ৩০ নম্বর আসামি করা হয়েছে। এছাড়া গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থানা এলাকায় গুলিতে মারা যান অটোচালক মো. মেহেদী। এ ঘটনায় নিহতের স্ত্রী জেসমিন আক্তার সৃষ্টি বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ওই মামলায়ও গোলাম মাহফুজ চৌধুরীর নাম রয়েছে। এই দুটি হত্যা মামলা ছাড়া গোলাম মাহফুজ চৌধুরীর নামে একাধিক মামলা রয়েছে। সবকটি মামলায় তার নাম উল্লেখ করা হয়েছে।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার আসামি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী ওরফে অবসর চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

/এনকে

Exit mobile version