Site icon Jamuna Television

কম্বল ছিনিয়ে নেয়ার মামলায় আখাউড়ায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

আখাউড়া করেসপনডেন্ট:

আখাউড়ায় কম্বল চুরি, ও নাশকতা মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে তাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রোববার রাতে পৌরশহরের কলেজপাড়া থেকে তাকে গ্রেফতার করে ।

আখাউড়া থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৫ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন। তার দেশত্যাগের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আখাউড়া এলাকায় অবস্থান নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় সরাসরি অংশ নেন। সে সময় ছাত্রলীগের বিভিন্ন বিতর্কিত ঘটনায় নেতৃত্ব দেন এ মনির।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে ২০২০ সালের ২ ডিসেম্বর ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণের সময় কম্বল ছিনিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।

/এসআইএন

Exit mobile version