Site icon Jamuna Television

একশ’ দশ বছরে এসে বয়স্কভাতা কার্ড পেলেন সেই জলেহা

PHTO0029.JPG

নেত্রকোণা সদরের বিরামপুর গ্রামের একশ’ দশ বছরের প্রবীণ জলেহা আক্তার বয়স্কভাতা কার্ড পেয়েছেন আজ।

জেলা প্রশাসক মঈনউল ইসলামের নির্দেশে বিকালে তাঁর হাতে এই কার্ড তুলে দেন ইউএনও ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা।

এসময় জলেহা আক্তারের পরিবারের সদস্যরা সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, দীর্ঘ দিনের বঞ্চনার অবসান হওয়ায় তারা দারুণ খুশি। গতকাল জলেহা আক্তারকে নিয়ে রিপোর্ট প্রচার করে যমুনা টেলিভিশন। এরপর পরই তার বয়স্কভাতা কার্ড নিশ্চিত করতে উদ্যোগ নেয় প্রশাসন।

Exit mobile version