Site icon Jamuna Television

জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলা, নিহত ৩

সশস্ত্র গোষ্ঠীর হামলায় আবারও কেঁপে উঠলো ভারত নিয়ন্ত্রণাধীন জম্মু-কাশ্মীর। সোমবার (২৮ অক্টোবর) সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত তিন জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে।

স্থানীয় সময় সকালে পাকিস্তান সীমান্তবর্তী আখনুর নামক এলাকায় সেনাবাহিনীর একটি গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে অস্ত্রধারীরা। এসময় প্রাণ বাঁচাতে পাল্টা গুলি ছোড়ে সেনাসদস্যরা। বেশ কিছুক্ষণ ধরে চলে দুপক্ষের বন্দুকযুদ্ধ। প্রাণ যায় তিন সশস্ত্র যোদ্ধার, দাবি কর্তৃপক্ষের। হামলায় অংশ নেন তিনজন।

এ ঘটনার পর নিরাপত্তা বাহিনী জম্মু জেলায় সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করেছে। জঙ্গলগুলোতে চলছে তল্লাশি। ঘিরে ফেলা হয়েছে ঐ এলাকা।

উল্লেখ্য, একের পর এক সশস্ত্র হামলায় গত কয়েকদিন ধরেই উত্তপ্ত জম্মু-কাশ্মীর। নয়দিনের ব্যবধানে অঞ্চলটিতে এটি নিয়ে হলো তৃতীয় হামলা।

/এএম

Exit mobile version