Site icon Jamuna Television

‘রাষ্ট্রপতির চেয়ারে ফ্যাসিবাদের দোসর রাখার সুযোগ নেই’

গণঅধিকার পরিষদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সব এজেন্ডার সাথে একমত বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব ফারুক হাসান। সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় দুই ঘণ্টারও বেশি সময় বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

এ সময় তিনি বলেন, রাষ্ট্রপতির চেয়ারে ফ্যাসিবাদের দোসর রাখার কোনো সুযোগ নেই। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, জুলাই বিপ্লব সমুন্নত রাখতে সংবিধান নতুন করে রচনা করতে হবে। সামনের দিনের যে কোনো আন্দোলনে একসাথে মাঠে থাকার ঘোষণা দেন তিনি।

সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ জানান, আমাদের যে আন্দোলন চলছে আমরা ফ্যাসিবাদবিরোধী ব্যবস্থায় একসাথে কাজ করবো। পর্যাক্রমে সব রাজনৈতিক দলের সাথে উত্থাপিত এজেন্ডা নিয়ে আলোচনা করা হবে বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version