Site icon Jamuna Television

অধিনায়ক হতে প্রস্তুত তাইজুল!

বাংলাদেশের হয়ে জাতীয় দলকে আর নেতৃত্ব দিতে চান না নাজমুল হোসেন শান্ত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের পরই অধিনায়কত্ব ছাড়ার কথা ইতোমধ্যে বিসিবিকে জানিয়ে দিয়েছেন তিনি। শান্তর বদলে নতুন দায়িত্বে কে আসবেন- সেসব নিয়েই এখন আলোচনা চলছে। এই আলোচনা আরও জমিয়ে দিলেন তাইজুল ইসলাম। বামহাতি এই স্পিনার জানিয়েছেন, অধিনায়কত্ব করতে প্রস্তুত আছেন তিনি।

বিসিবির ভাবনায় তাইজুল থাকুক বা না থাকুক, কৌতুহলী ভক্তদের হয়ে এই টাইগার স্পিনারকে প্রশ্নটি করতেই পারেন সংবাদকর্মীরা। সেটিই হয়েছে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে।

তাইজুলকে জিজ্ঞেস করা হয়, অধিনায়ক হতে প্রস্তুত কিনা তিনি। ১০ বছর ধরে বাংলাদেশের জার্সিতে খেলা বাঁহাতি স্পিনার পরিষ্কার জানিয়ে দিলেন, তিনি অধিনায়ক হতে পুরোপুরি প্রস্তুত।

নিজে অধিনায়ক হতে প্রস্তুত থাকলেও তাইজুল জানেন না শান্তর নেতৃত্ব ছাড়তে চাওয়ার খবর। সংবাদ সম্মেলনে তাইজুল বলেন, আপনারা শুনে থাকতে পারেন, আমি এখনো বিষয়টি শুনিনি। এটা আমার পার্টও না, এ বিষয়ে জানি না।

টিম মিটিংয়ে অধিনায়ক কে হবে এমন আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তাইজুল বলেন, অধিনায়ক কে হবে এমন কোন টিম মিটিং হয় নাই। আমি জানিই না এ বিষয়ে।

সিনিয়রদের তালিকা করলে মুশফিকের পরেই আসবে তাইজুলের নাম। কিন্তু প্রশ্ন উঠেছে, অভিজ্ঞ তাইজুলকে কতটা মূল্যায়ন করে দল, ম্যানেজমেন্ট, সতীর্থরা? 

জবাবে এই বাঁহাতি স্পিনার বলেন, আমার যে অভিজ্ঞতা হয়েছে, আমার কাছ থেকে আপনি কতটা নিচ্ছেন এটা গুরুত্বপূর্ণ। হোক টিমমেট বা দেশের জনগণ। মাঠে যখন বিভিন্ন পরিস্থিতি আসে, ফিল্ড পজিশন বা ব্যাটারকে সেটআপ এগুলো মাঝে মাঝে আমি বলে থাকি। অধিনায়কও জিজ্ঞেস করে। আমি চেষ্টা করি ভূমিকা রাখার।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজে প্রথম ম্যাচের আগে এই আলোচনায় ছিলেন সাকিব আল হাসান। দ্বিতীয় ম্যাচের আগে আলোচনায় নাজমুলের অধিনায়কত্ব ছাড়ার প্রসঙ্গ।

এসব আলোচনা দলকে কতটা প্রভাবিত করে? তাইজুল বললেন, প্রশ্নটা গভীর, এটার উত্তর আসলে আমার কাছে নেই, এটাই সত্যি। এটা টিম গেম। টিম কী করে ভালো থাকবে এটাই গুরুত্বপূর্ণ। প্রভাব হয়ত কেউ কেউ নিতে পারে, কেউ কেউ নির্ভার থেকে নিজের কাজ করে যেতে পারে। আমি সবসময় নির্ভার থেকে নিজের কাজ করার চেষ্টা করি। দলে এসব যখন ঘটে জানি না কে কীভাবে নেয়, সবার মানসিকতা একরকম না।

সবমিলিয়ে সংবাদ সম্মেলনে অচেনা এক তাইজুলেরই যেন দেখা মিললো। পুরোটা সময় প্রমান করার চেষ্টা, অধিনায়ক হিসেবে কতটা প্রস্তুত তিনি। ক্রিকেটার হিসেবে পরিস্থিতি সামাল দেয়ার দক্ষতা নিয়েও নিজেকে পাশ মার্ক দিলেন তাইজুল।

/এমএইচআর

Exit mobile version