Site icon Jamuna Television

অনুষ্ঠানে যাচ্ছেন না ভিনিসিয়ুসসহ রিয়াল মাদ্রিদের কেউ, রদ্রির হাতেই কি তবে ব্যালন?

একটা সময় ব্যালন ডি অ’র মানেই ছিল মেসি-রোনালদোর রাজত্ব। তবে অবসান ঘটতে যাচ্ছে সেই গৌরবের। এবার বর্ষসেরা পদকের সংক্ষিপ্ত তালিকাতেই নেই এই দুই তারকা ফুটবলারের নাম। ব্যালন ডি’অরের স্পট লাইটে এবার ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রি, জুড বেলিংহ্যাম এবং দানি কারভাহাল। তবে এর মাঝেই ঘটেছে অন্য এক ঘটনা। ব্যালন ডি’অরের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না ভিনিসিয়ুস। এমনকি দেখা যাবে না রিয়ালের কোচ আনচেলত্তিসহ ক্লাব প্রেসিডেন্ট পেরেজ ও জুড বেলিংহামকেও।

সোমবার (২৮ অক্টোবর) রাতে প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যালন ডি’অর-এর এবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। কোটি ফুটবলপ্রেমীর চোখ খুঁজবে একজনকেই। যার হাতে উঠবে ফুটবল সেরার স্বীকৃতি ব্যালন ডি’অর। তবে ভিনিসিয়ুস অনুষ্ঠানে যাচ্ছেন না, এমন খবরের পর অনেকটাই আশাহত হয়েছেন ফুটবল ভক্তরা।

রিয়ালের হয়ে ২০২৩-২৪ মৌসুমে দুর্দান্ত ফুটবল উপহার দেন ভিনি। ৩৯ ম্যাচে ২৪ গোল করার পাশাপাশি করিয়েছেন ১১টি। রিয়ালের স্প্যানিশ লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের নায়কও ছিলেন এই ব্রাজিল ফরোয়ার্ড। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে গোল করে হন আসরের সেরা খেলোয়াড়।

সোমবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে প্যারিসের থিয়েটার দু শাটলেটে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যামে প্রদান করা হবে এবারের ব্যালন ডি’অর পুরস্কার।

/এমএইচআর

Exit mobile version