Site icon Jamuna Television

লাঠি হাতে সলিমুল্লাহ মেডিকেলের শ্রেণিকক্ষে ঢুকে পড়া সেই যুবক আটক

রাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শ্রেণিকক্ষে মাথায় কালো কাপড় বেঁধে লাঠি হাতে হঠাৎ ঢুকে পড়া সেই যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (২৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে কিশোরগঞ্জ সদর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হাসান। তবে প্রাথমিকভাবে যুবকের নাম-পরিচয় জানা যায়নি।

এর আগে, রোববার (২৭ অক্টোবর) সকালে কলেজের লেকচার গ্যালারিতে ক্লাস চলাকালীন লাঠি হাতে মাথায় কালো কাপড় বাঁধা এক যুবক ঢুকে পড়েন। এসময় তিনি চিৎকার করে কিছু বলছিলেন এবং লাঠি দিয়ে মেঝেতে আঘাত করছিলেন।

এ ঘটনায় শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। যার একটি ভিডিও ফুটেজ সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে নানা আলোচনার সৃষ্টি হয়।

/এএম

Exit mobile version