Site icon Jamuna Television

চট্টগ্রামে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামে বিউটি আক্তার নামের এক গৃহবধুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী জমির উদ্দীন চৌধুরীর বিরুদ্ধে। এসময় গলায় ছুরি ধরে নিজের মাকেও হত্যার চেষ্টা চালান তিনি। পরে পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘণ্টা খানেক চেষ্টার পর মাকে উদ্ধার করে।

সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যার দিকে চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তার মা শামসুন নাহারকে উদ্ধারের পর হাসপাতালে নেয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ঘটনায় জমির উদ্দীন চৌধুরীকে আটক করেছে পুলিশ। তিনি গাছবাড়ীয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি। বর্তমানে চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আল হোসাইন বলেন, স্ত্রী বিউটি আক্তারকে হত্যার অভিযোগে স্বামী জমির উদ্দীনকে আটক করা হয়েছে। একইভাবে তিনি নিজের মাকেও হত্যার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ রয়েছে। আমরা গিয়ে ঘন্টাখানেক চেষ্টা চালিয়ে তার মাকে উদ্ধার করেছি। বর্তমানে জমির পুলিশ হেফাজতে থানায় রয়েছেন।  

/এএম

Exit mobile version