Site icon Jamuna Television

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, মাহিদুলের অভিষেক

প্রথম টেস্টের ছবি

সিরিজ বাঁচানোর লক্ষ্যে চট্টগ্রামে প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম।

এই ম্যাচ হারলে সিরিজ হারানোর পাশাপাশি হোয়াইটওয়াশ হবে বাংলাদেশ। এমন একটি ম্যাচের আগের দিন বড় ধাক্কা খায় বাংলাদেশ দল। অনুশীলনে মাথায় বল লেগে কানকাশন হয়েছে জাকের আলীর। এ কারণে চট্টগ্রাম টেস্টে খেলতে পারছেন না দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে অভিষেক হওয়া জাকের। তার জায়গায় টেস্ট অভিষেক হচ্ছে উইকেটরক্ষক ব্যাটসম্যান মাহিদুল ইসলামের।

জ্বরের কারণে একাদশে নেই লিটন দাসও। এই টেস্টে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। আগের টেস্টে খেলা স্পিনার নাঈম ইসলাম বাদ পড়েছেন একাদশ থেকে।

বাংলাদেশ একাদশ:

মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম, জাকির হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

দক্ষিণ আফ্রিকা একাদশ:

এইডেন মার্করাম, টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহাম, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনে, সেনুরান মুথুসামি, উইয়ান মুল্ডার, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, ডেন পিটারসন।

Exit mobile version