Site icon Jamuna Television

রাস্তা অবরোধ না করে ৭ কলেজের শিক্ষার্থীদের সমাবেশ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

রাস্তায় অবরোধ তৈরি না করে, যানজট নিরসনে সহযোগিতা করতে সোহরাওয়ার্দী উদ্যানে ৭ কলেজের শিক্ষার্থীদের সমাবেশ করার অনুরোধ জানালেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে, পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ইতিহাস, ঐতিহাসিক ভবন সংরক্ষণ এবং পারিপার্শ্বিক উন্নয়ন শীর্ষক প্রকল্প পরিদর্শন করেন তিনি।

এ সময়, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রকল্পের অন্যান্য কাজ আশানুরূপ এগিয়েছে। ছয় মাসের মধ্যে কাজ শেষ করার আদেশ দেন দিনি। তবে, আগের বাজেটেই কাজ শেষ করতে হবে। প্রকল্পে বাজেট বৃদ্ধির যে ধারা; তা পরিবর্তন করা হবে বলে জানান তিনি।

এ সময়, সরকার ভুল ও দুর্নীতি করলে তা গণমাধ্যমে প্রকাশ করার আহ্বানও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

/এএস

Exit mobile version