Site icon Jamuna Television

সিন্ডিকেট ভাঙতে সাতক্ষীরায় বিনা লাভের দোকান

সাতক্ষীরা করেসপনডেন্ট:

বাজারে যখন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বগতি তখন নিম্ন ও মধ্যবিত্ত মানুষের স্বস্তিতে সাতক্ষীরায় ”বিনা লাভের দোকান” দিয়েছে জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। মূলত সিন্ডিকেট ভাঙতে ব্যতিক্রমী উদ্যোগে পাইকারি দামেই খুচরা পণ্য বিক্রি হচ্ছে সাধারণ মানুষের মাঝে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় শহরের রাজ্জাক পার্কের সামনে এ দোকান দেয়া হয়। এসময় দোকানে ক্রেতাদের উপচে ভিড় লক্ষ্য করা গেছে।

সরজমিনে দেখা যায়, দোকানে থাকা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম ছিল বাজার ছাড়া কম। সেখানে প্রতি কেজি ডাল ১০০, আলু ৫৫ টাকা, পেঁয়াজ ১০০, মিষ্টি কুমড়া ৫৭ টাকা, পুঁইশাক ২০ টাকা, পেঁপে ২৬ টাকা, কাঁচা মরিচ ১০০, ডিম প্রতি পিস ১১ টাকা ৫০ পয়সা দরে বিক্রি করা হচ্ছে।

অন্যদিকে শহরের সুলতানপুর বড় বাজারে কাঁচামাল বিক্রি হচ্ছে, প্রতি কেজি আলু ৬৫ টাকা, কাঁচা মরিচ ১২০ টাকা, বেগুন ৯০ টাকা, পটল ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, লাউ প্রতি পিস ৬০ টাকা, পেঁয়াজ ভারতীয় ১১০ টাকা, দেশি পেঁয়াজ ১৪২টাকা, রসুন ২২০টাকা, ডিম প্রতি পিস ১২ টাকা, টমেটো ১৪০ টাকা, চিকন চাউল ৬৪, মোটা চাউল ৫২ টাকা, শুকনা মরিচ ৩৮০ টাকা, কাঁচা কলা ৭০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৬০ টাকা।

দোকান পরিচালনা করছেন জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি রিফাত, আহসান উল্লাহ ও মেজবা। তারা বলেন, বাজারের সিন্ডিকেট ভাঙতে তাদের এই উদ্যোগ।

/এসআইএন

Exit mobile version