Site icon Jamuna Television

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেফতার

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি দল।

ড. আব্দুস শহীদের নামে একধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানা ও মৌলভীবাজার চিফ জুডিশিয়াল আদালতে মারামারি, লুটপাটের অভিযোগে দুটি মামলা রয়েছে। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে আরেকটি মামলার প্রধান আসামি তিনি। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে সেটি এখনও জানা যায়নি।

তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) থেকে নির্বাচিত হয়েছিলেন। আব্দুস শহীদ মৌলভীবাজার-৪ সংসদীয় আসন থেকে টানা ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

১৯৭৩ সালে মৌলভীবাজারের কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ে যোগদান করে শিক্ষকতা পেশা শুরু করেন আব্দুস শহীদ। তিনি বঙ্গবন্ধু শিশু অ্যাকাডেমি কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য।

/এমএইচ

Exit mobile version