Site icon Jamuna Television

উত্তর গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৯৩ ফিলিস্তিনি নিহত

ফাইল ছবি।

উত্তর গাজার বেইত লাহিয়ার একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৯৩ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ২৫ জনই শিশু। বাকিদের মধ্যে নারীর সংখ্যা বেশি বলে জানা গেছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল ঘোষিত আবাসিক ওই ভবনটিতে হামলা চালায় নেতানিয়াহু বাহিনী।

জানা গেছে, শরণার্থীদের পাশাপাশি পাঁচতলার ওই ভবনটিতে বহু আহত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন। হামলার পরপরই ধ্বংসস্তূপে পরিণত হয় গোটা ভবন। ভগ্নস্তূপ আর জঞ্জালের নিচে চাপা পড়েন অনেকে।

এ ঘটনায়, আহতদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী দলের সদস্যরা। এর আগে দিনভর গাজায় আগ্রাসনে প্রাণ যায় অন্তত ১১৫ ফিলিস্তিনির।

/এমএইচ

Exit mobile version